• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নতুন বই হাতে নতুন বছরে পা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৭, ১১:০৮

নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে নতুন শিক্ষাবর্ষে পা রাখলো শিক্ষার্থীরা।

সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন।

দেশব্যাপী ৪ রঙের এসব বই বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে উৎসব।

২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন ইবতেদায়ী, দাখিল, কারিগরি, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব বই বিতরণ চলছে।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী গণভবনে ২০১৭ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। অনুষ্ঠানটির আয়োজক জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এইচএম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh