• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘সব সংকট মোকাবেলায় সহযোগিতা করবে ভারত’

অনলাইন ডেস্ক
  ২৯ জুলাই ২০১৬, ১৭:৫১

শুধু জঙ্গিবাদ নয়, বাংলাদেশের সব সংকট মোকাবেলায় ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা।

শুক্রবার দুপুরে রাজধানীর ফার্মগেটে ‘তৃতীয় ভারতীয় শিক্ষা মেলা-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘বাংলাদেশ-ভারত একে অপরের প্রতিবেশী দেশ। আজ বাংলাদেশের যে সমস্যা, আগামীকাল ভারতের সেই সমস্যা হতে পারে। তাই সব সংকট নিরসনে দুই দেশ একসঙ্গে কাজ করবে।’

শিক্ষাখাতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছার বিষয়টি তুলে ধরে হাইকমিশনার বলেন, ‘এই মেলা উচ্চমানের শিক্ষার সুযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের তরুণদের একে অপরের কাছাকাছি আসার একটি মঞ্চ হিসেবে কাজ করবে।’

শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি, আবাসান, টিউশন ফি ও খাদ্যের ক্ষেত্রেও সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান হর্ষ বর্ধন।

ভারতীয় হাইকমিশনারের সহযোগিতায় মেলার আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট ও শিক্ষা উন্নয়ন সংস্থা সেপ (এসএপিই) এবং মিডিয়া প্রাইভেট লিমিটেড। ২৯ ও ৩০ জুলাই ঢাকায় এবং আগামী ১ ও ২ আগস্ট চট্টগ্রামে মেলা এই মেলা চলবে।

বাংলাদেশ, ভারত ছাড়াও ভুটান, নেপাল, মায়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের দোর গোড়ায় শিক্ষা সংক্রান্ত সুযোগ পৌঁছে দেওয়াই এই মেলার লক্ষ্য।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh