• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি গৃহকর্মীদের দুর্দশা নিয়ে এইচআরডব্লিউ’র উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৫২

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি গৃহকর্মীদের সুরক্ষা বাড়াতে বাংলাদেশকে উদ্যোগী হবার আহ্বান জানালো হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

কর্মীরা যাতে সর্বোচ্চ সুরক্ষা পায় তা নিশ্চিত করতে কয়েকটি সুপারিশ করেছে সংস্থাটি। এর মধ্যে এজেন্সির ওপর নজরদারি বাড়ানো, সুরক্ষা প্রদান এবং দুর্দশার সময় সহযোগিতার বিষয়গুলো রয়েছে।

বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়।

আসছে ১০-১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-এ অভিবাসীদের সুরক্ষার বিষয়টি আরো জোরালোভাবে উত্থাপন করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মধ্যপ্রাচ্যের আইন এবং নীতিমালা গৃহকর্মীদের ওপর অবিচার ও বঞ্ছনার ঘটনাগুলোকে হালকাভাবে নেয় বলে উল্লেখ করা হয় এ প্রতিবেদনে। তবে কিছু নিয়োগদাতা প্রতিষ্ঠান গৃহকর্মীদের অধিকার রক্ষায় সচেষ্ট বলেও জানায় এইচআরডব্লিউ।

গৃহকর্মীরা যৌন ও শারীরিক নিপীড়ন, বেতন না পাওয়া এবং পাসপোর্ট কেড়ে নেয়ার মতো অত্যাচারের মুখোমুখি হয় বলে অভিযোগ করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার এ সংগঠনটি।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh