• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সামদাদোর নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০১৬, ০০:০২

গুলশান-২ এর ৩৫ নম্বর রোড়ের ২৭ বাড়ির জাপানি রেস্তোরাঁ সামদাদোর নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। জানালেন গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া।

আরটিভি অনলাইনকে তিনি বলেন, দুপুরে সামদাদো থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের মরদেহ উদ্ধারের পর সন্ধ্যায় সেখানে নিরাপত্তা বাড়ানো হয়। রোস্তারাঁ সাময়িক বন্ধ করা বা নিয়ন্ত্রণে নেয়া হয়নি।

সালাউদ্দিন মিয়া বলেন, যেহেতু রেস্তোরাঁয় বড় একটি ঘটনা ঘটেছে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে গুলশান-২ এর হোটেল ওয়েস্টিনের পিছনে সামদাদো রেস্তোরাঁ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টার পর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে পাঠানোর পর রেস্তোরাঁর সামনে নিরাপত্তা বাড়ায় পুলিশ।

মাহবুবুল হক শাকিলের মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজার বাবুলসহ ৫ জনকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি শাকিলের মৃত্যুর খবরে সামদাদো রেস্তোরাঁয় ছুটে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অধ্যাপক আনিসুজ্জামানসহ আত্মীয়-স্বজনরা।

বুধবার সকালে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেয়া হবে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এইচটি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh