• ঢাকা শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ময়নাতদন্তের সিদ্ধান্ত নেবে পরিবার

অনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০১৬, ২২:৪৮

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবেন পরিবার। জানালেন গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া।

তিনি আরটিভি অনলাইনকে বলেন, মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্তের সিদ্ধান্ত তার পরিবারের। এখানে আমাদের কোনো বিষয় নেই। পরিবার থেকে সিদ্ধান্ত হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। আপনারা এ বিষয়ে কাল (বুধবার) জানতে পারবেন।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, বুধবার শাকিলের মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে গুলশান-২ এর জাপানি রোস্তোরাঁ সামদাদো থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে সন্ধ্যা ৬টার পর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

এদিকে, মাহবুবুল হক শাকিলের মরদেহ বারডেমের হিমঘরে নেয়ার পর জাপানি রেস্তোরা সামদাদোর নিরাপত্তা বাড়িয়েছে গুলশান থানা পুলিশ।

এইচটি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh