• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

টিভি চ্যানেল সম্প্রচারে বৈষম্য দূর করা হবে

অনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:২২

বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার ও বাংলাদেশি চ্যানেল বিদেশে সম্প্রচারে এতো বিশাল বৈষম্যের কথা জানা ছিলো না। এটি সমাধানে আলোচনা চলছে। যেহেতু কথা উঠেছে এর ব্যবস্থা নেয়া হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতীয় চ্যানেল সম্প্রচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারা তো আমাদের টিভি তাদের দেশে সম্প্রচার করেনা। কিন্তু আমাদের দেশের লোক কেন নেয়। তাদের চ্যানেল কেন আমাদের নিতে হবে। আমরা কেন ভারতীয় চ্যানেল চালানোর জন্য হুমড়ি খেয়ে পড়ি।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশি চ্যানেল ভারতে সম্প্রচার করতে গেলে দিতে হয় সাড়ে ৭ কোটি রুপি। আর ভারতীয় চ্যানেল মাত্র দেড় লাখ টাকায় এ দেশে সম্প্রচার করা হচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে সম্প্রচারে দেড় লাখ টাকার যে ফি নির্ধারণ করা হয়েছে তা জানা ছিল না। এ ফি কে ঠিক করেছে? ডাউনলিংক ফি সরকার ঠিক করে দেয়নি।

বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচারের বিষয়টি নিয়ন্ত্রণ করে ক্যাবল অপারেটরা। তারাই বলতে পারেনে এ ফি কে ঠিক করেছেন। আপনারা টেলিভিশন চালান আপনারাই ভালো জানেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে বেসরকারি টিভি আওয়ামী লীগ দিয়েছে। সেটা সবাই ভুলে যায়। তাই বারবার মনে করিয়ে দেই।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh