• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিহত দুই জঙ্গির পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
  ২৭ জুলাই ২০১৬, ১৩:৩২

রাজধানীর কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হাসান জোবায়ের এবং ছাব্বিরুল হক। পুলিশ জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত নিহত ৯ জঙ্গির ছবি দেখে এই দু’জনকে শনাক্ত করে তাদের পরিবার।

হাসান জোবায়েরের বাড়ি নোয়াখালী সদরের পশ্চিম মাইজদী এলাকায়। তার বাবার নাম আব্দুল কাইয়ুম। অপর জঙ্গি ছাব্বিরুল হকের বাড়ি চট্টগ্রামের বুরুংছড়ার সোলগাজি এলাকায়। তার বাবার নাম আজিজুল হক। ছাব্বিরুল চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এসম্পর্কে বলেন, স্থানীয় থানা পুলিশের কাছ থেকে শুনেছি এই দুই জঙ্গিকে তাদের পরিবার নিজেদের সন্তান বলে দাবি করেছে। অভিভাবকদের ঢাকায় আসতে বলা হয়েছে। নিহত জঙ্গিদের ডিএনএ এবং তাদের বাবা-মা’র ডিএনএ পরীক্ষার পর শতভাগ নিশ্চিত হয়ে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে নিহত নয়জনের নাম-পরিচয় নিশ্চিত হয়েই তা জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

বুধবার রাজধানীতে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, কল্যাণপুরের অভিযানে আহত অবস্থায় একজনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা গেছে। সেখানে নিহত নয়জনের নাম-পরিচয়ও জানার চেষ্টা চলছে। কিছু তথ্য পাওয়া গেছে। অতীতে দেখা গেছে, জঙ্গিদের নাম নিয়ে বিভ্রান্তি হয়। এবার বিভ্রান্তি এড়াতে সব তথ্য যাচাইবাছাই শেষে নিশ্চিত হয়েই জঙ্গিদের নাম-পরিচয় জানানো হবে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh