• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১ নভেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৮, ২৩:১২

আগামী ১ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও অপর চার নির্বাচন কমিশনার।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।

জয়নাল আবেদিন জানান, ১ নভেম্বর বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে আজ নির্বাচন কমিশনের(ইসির) সচিব হেলালউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

এদিকে, আজ (রোববার)নির্বাচন কমিশনের ৩৭তম সভা শেষে নির্বাচন কমিশনের সচিব (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। এ ‍সুপারিশ রেখে আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

হেলালুদ্দিন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও পরিবেশবাদী সংগঠনের আবেদনের পরিপ্রক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি কোনেও ধরনের জীবিত প্রাণী নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।

কাপড়ের কোনও ব্যানার ব্যবহার করা যাবে না। এই দুটি ছাড়া নির্বাচনী আচরণ বিধিমালা আগের মতই থাকবে বলে জানান ইসি সচিব। তবে প্রচারকাজে ডিজিটাল ব্যানার ব্যবহার করা যাবে।

তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh