• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ব্যারিস্টার মঈনুল হোসেনকে ক্ষমা চাওয়ার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৮, ০৯:৪২

বেসরকারি টিভি চ্যানেল ৭১ টেলিভিশনের টকশো একাত্তর জার্নালে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ৫৫ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক।

গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্নভাবে আক্রান্ত, তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে মইনুল হোসেনের কাছ থেকে এ রকম নিন্দনীয় আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি, কেবলমাত্র সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এরকম ক্ষিপ্ত হয়ে ‘চরিত্রহীন’ বলার এখতিয়ার কারোরই নেই। স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্নভাবে আক্রান্ত তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মঈনুলের কাছ থেকে এরকম আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার ক্ষুব্ধ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা নিম্নোক্ত ব্যক্তিরাও ব্যারিস্টার মঈনুল হোসেনের এই নিন্দনীয় আচরণে চরম ক্ষোভ প্রকাশ করছি।’

বিবৃতিতে জাতীয় দৈনিকের সম্পাদকদের মধ্যে সই করেন ইকবাল সোবহান চৌধুরী, মতিউর রহমান, মাহ্ফুজ আনাম, নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, তৌফিক ইমরোজ খালেদী, শ্যামল দত্ত, জাফর সোবহান প্রমুখ। আরও বিবৃতি দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।

বেসরকারি টেলিভিশনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সই করেন মোজাম্মেল বাবু, মনজুরুল আহসান বুলবুল, শামসুর রহমান, সৈয়দ ইশতিয়াক রেজা, জ ই মামুন, মুন্নী সাহা, মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, নবনীতা চৌধুরী, প্রভাষ আমিন, জায়েদুল আহসান, মাসুদ কামাল প্রমুখ।

সাংবাদিক নেতাদের মধ্যে বিবৃতি দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ওমর ফারুক, শাবান মাহমুদ প্রমুখ।

জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে রয়েছেন হারুন হাবীব, মোজাম্মেল হোসেন মঞ্জু, সেলিম সামাদ, সাজ্জাদ শরিফ, স্বদেশ রায়, আবু সাঈদ খান, আনিসুল হক, অজয় দাশগুপ্ত, ইনাম আহমেদ, শওকত হোসেন প্রমুখ।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোয় সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ব্যারিস্টার মইনুল হোসেনের এক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে নারীদের পক্ষ থেকে বুধবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যারিস্টার মঈনুল হোসেনকে এজন্য ক্ষমা চেয়ে ওই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।

এদিকে শনিবার সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে ও ব্যারিস্টার মইনুলকে ক্ষমা চাওয়ার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে ‘গৌরব ৭১’।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh