• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ মালয়েশীয় আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০১৮, ১১:২৩

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যান গি কিয়ংকে (৪৭) নামে চীনা বংশোদ্ভূত এক মালয়েশীয় নাগরিককে সাত কেজি সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

চ্যান গি কিয়ং সোমবার রাত ১০টায় মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় নামেন।

ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। এসময় বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মালিন্দো এয়ারে করে চ্যান গি কিয়ং আসেন। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। পরে তার শার্টের নিচে স্যান্ডো গেঞ্জির ভেতরে একটি জ্যাকেট পাওয়া যায়। ওই জ্যাকেটের মধ্যে সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ টেপ প্যাঁচানো সাতটি সোনার বার ছিল।

তিনি বলেন, প্রতিটি বারের ওজন এক কেজি করে। আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

অথেলো চৌধুরী আরও জানান, এ ঘটনায় কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে চ্যান গি কিয়ংকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আরসা কমান্ডার আটক
জাবিতে পিটিয়ে হত্যা: ধামরাইয়ের সাবেক ছাত্রলীগ নেতা আটক
ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে দিলো বিজিবি