• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রায়কে ঘিরে কোনও নৈরাজ্য বরদাস্ত করা হবে না: ডিএমপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৮, ১২:০২

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন-২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রায়কে কেন্দ্র করে কোনও নৈরাজ্য বরদাস্ত করা হবে না।

আজ বুধবার (১০ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন- ‘দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এই রায় একটি চলমান প্রক্রিয়া। আর দশটি রায়ের মতোই এটি একটি স্বাভাবিক ঘটনা। এ রায়কে কেন্দ্র করে কোনও ধরনের নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ নেই, সম্ভাবনাও নেই। জনগণের জানমাল রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন- ‘অতীতের মতো জ্বালাও-পোড়াওসহ কোনও ধরনের নাশকতা সৃষ্টির সামান্যতম অপচেষ্টা কেউ করলে তা কঠোর হাতে দমন করা হবে। আমি দেশবাসী ও ঢাকাবাসীকে আশ্বস্ত করব, আপনারা কাজে মন দেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের এবং আমাদের।’

আসাদুজ্জামান মিয়া আরও বলেন- ‘এ রায়ে কোনও নেগেটিভ প্রভাব পড়বে না। আইন সবার জন্য সমান। কেউ অপরাধ করলে তার শাস্তি হবে। ব্যক্তির দায় প্রতিষ্ঠান বা সংস্থা নেবে না। রায়ে যদি কেউ অসন্তুষ্ট হন তাহলে উচ্চ আদালতে যেতে পারবেন। রায়কে কেন্দ্র করে কোনও নৈরাজ্য মেনে নেওয়া হবে না।’

সকাল সাড়ে ৮টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের বিশেষ নিরাপত্তায় আলিয়া মাদরাসা মাঠে নেয়া হয়। পুলিশি পাহারায় আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনি আদালত চত্বরে উপস্থিত হন বিচারক শাহেদ নূর উদ্দিন। তার আগে সেখানে উপস্থিত হন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবি কার্যালয়ে
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
রাজধানীতে গ্রেপ্তার ২৬
রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৯
X
Fresh