• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খালেদার দুই চিকিৎসক নিয়ে আপত্তি বিএনপির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ অক্টোবর ২০১৮, ১৪:০১

৫ বছরের সাজায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বাচিপ ও ড্যাবের বাইরের চিকিৎসক নেওয়ার কথা থাকলেও দু’জনের বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ রোববার (০৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের বোর্ডে দু’জন চিকিৎসক আছেন যারা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) আজীবন সদস্য। তবে কোন দু’জনের বিষয়ে তাদের আপত্তি সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মওদুদ।

মওদুদ আহমেদ বলেন, আমরা আজ হাসপাতালে এসে আদালতের নির্দেশ হাসপাতাল পরিচালককে জানিয়েছি। ম্যাডামের ৪টি গাইনোকোলজি ও ফিজিওথেরাপি করা লাগবে। এক্ষেত্রে হাসপাতালের বাইরের চিকিৎসকও আনা যাবে এটা জানিয়েছি। তাছাড়া নেত্রীর সার্বক্ষণিক খোঁজ নিতে পরিচালককে অনুরোধ করেছি। তিনিও সু-চিকিৎসার আশ্বাস দিয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে দুপুর পৌনে ১২টার দিকে প্রতিনিধি দলটি হাসপাতালে প্রবেশ করে। প্রতিনিধি দলে আছেন সিনিয়র আইনজীবী জয়নাল আবেদিন, কাওসার কামাল, এজে মোহাম্মদ আলী।

পরে প্রতিনিধি দলটি বিএনপি নেত্রীর সার্বিক বিষয়ে খোঁজ নিতে বিএসএমএমইউ'র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের রুমে যান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি’
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
X
Fresh