• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই চীনা নাগরিক দগ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ অক্টোবর ২০১৮, ১১:৪০

রাজধানীর উত্তরা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন চীনা নাগরিক দগ্ধ হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

শনিবার রাত ১১টার দিকে ১২ নম্বর সেক্টরে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে তারা আহত হন।

আহতরা হলেন, জিও (৩৭) ও জুলি (৩৫)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে ১২টার দিকে এ দুই চীনা নাগরিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জুলির শরীরের ২৩ শতাংশ এবং জিওর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। আহতদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তারা বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আছেন।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, আহত চীনা নাগরিকরা উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। রাতে বাসায় ছোট গ্যাস সিলিন্ডার সংযুক্ত চুলায় চা গরম করছিলেন। এমন সময়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তারা দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখন তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওপারে মুহুর্মুহু বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, ২ বাংলাদেশি আহত
বসতবা‌ড়ি‌তে বিস্ফোরণ, আহত স্কুলছাত্রীর ঢাকায় মৃত্যু
X
Fresh