• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শহরে স্বাস্থ্যসেবার ৯০০ কোটি টাকা দিচ্ছে এডিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:১০

বাংলাদেশের শহরাঞ্চলে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও ১১ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা।

বৃহস্পতিবার এডিবির ঢাকা অফিস সূত্র আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছে।

ব্যাংকটির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রিয়ান চিন বলেন, শহুরে মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য বাংলাদেশ সরকার পরিচালিত ২০১২ সালের প্রকল্পটিতে এডিবি ঋণ দিচ্ছে। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর গুণগত সেবা নিশ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন এ অর্থায়ন ২০১২ সালের প্রকল্পসহ আরও দুটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।