• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্যারাডাইস পেপারস: দুদকের মুখে ইনট্রেপিড গ্রুপের পরিচালক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৮, ১৩:৪১

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম আসায় অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে ইনট্রেপিড গ্রুপের পরিচালক ফারহান আকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ফারহান আকিবুর দুদকে আসেন। বেলা ১২ টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপ পরিচালক আখতার হামিদের নেতৃত্বে দুদকের তদন্ত কর্মকর্তারা।

এছাড়া আজ সকাল ১০টায় উইং লিমিটেডের পরিচালক এরিখ জনসন ও ফ্যালকন শিপিং এর পরিচালক মাহতাবা রহমানকে প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছিলো।

তবে এরিখ জনসন ও মাহতাবা রহমান দুদকে হাজির হননি।

এর আগে গতকাল সোমবার পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসা ইউনাইডেট গ্রুপের চারজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

তারা হলেন— ইউনাইডেট গ্রুপের চেয়ারম্যান হাসান রাজা, ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান মাল্টি ট্রেড মার্কেটিং লিমিটেডের পরিচালক খন্দকার মঈনুল আহসান, আহমেদ ইসমাইল হোসেন ও আকতার মাহমুদ।

কর ফাঁকি ও অর্থপাচার সংক্রান্ত সাড়া জাগানো পানামা পেপার্স কেলেঙ্কারিতে এ পর্যন্ত রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ ৩৪ বাংলাদেশি ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম এসেছে।

অভিযোগ অনুসন্ধানে ২০১৬ সালের এপ্রিলে দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের দল গঠন করে দুদক।

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বেনজীর ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়েছে দুদক
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
X
Fresh