• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি পণ্যে সুখবর দিলো চীন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ জুন ২০১৮, ১২:৪২

যুক্তরাষ্ট্র ও চীন যখন পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে বাণিজ্যযুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের জন্য সুখবর আসছে। বাংলাদেশসহ এশিয়ার আরও ৪ দেশের প্রায় ৯ হাজার পণ্যে শুল্ক কমাচ্ছে চীন।

আগামী ১ জুলাই থেকে এই শুল্কহ্রাসের সিদ্ধান্ত কার্যকর হবে।

সাউথ চীনা মর্নিং পোস্টের খবর বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীন থেকে আমদানি করা ৩ হাজার ৪০০ কোটি ডলারের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করছেন, তার ৫ দিন আগেই এ ঘোষণা আসলো।

বাংলাদেশ ছাড়া চীনের এ শুল্ক ছাড় পাবে দক্ষিণ কোরিয়া, ভারত, লাওস ও শ্রীলঙ্কা।

মর্নিং পোস্টের ওই খবরে বলা হয়, চীনের মন্ত্রিপরিষদ ৫ দেশ থেকে সয়াবিন আমদানিতে শুল্ক তুলে দিয়েছে। বর্তমানে যা ৩ শতাংশ হারে কার্যকর রয়েছে।

সয়াবিন পণ্য ছাড়া এই শুল্কহ্রাসের তালিকায় আছে রাসায়নিক, কৃষিজাত পণ্য, ওষুধজাত পণ্য, পোশাক, স্টিল, তামাজাতীয় পণ্য, এলপি গ্যাস প্রভৃতি।

চীনের ঘোষণা অনুযায়ী এসব পণ্যে শুল্ক বসানো হবে ২ দশমিক ১ শতাংশ হারে; বর্তমানে যা ৩ শতাংশ বিদ্যমান রয়েছে।

দীর্ঘ এক দশক আলোচনার পর এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতায় চীন এই উদ্যোগ নিলো।

এসআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh