• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

সরকারি যানবাহন অধিদপ্তরে দুদকের ‘হানা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৮, ১৬:৫৭

সরকারি যানবাহন অধিদপ্তরের বিভিন্ন ক্রয়, মেরামত ও সংরক্ষণ বাবদ খরচ দেখিয়ে অধিক বিল উত্তোলনের বিষয়ে দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ এসেছে।

দুর্নীতি দমন কমিশন- দুদক জানিয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম রাজধানীর সচিবালয় সংলগ্ন আব্দুল গনি রোডস্থ সরকারি যানবাহন অধিদপ্তরে আকস্মিক অভিযান চালায়।

উপপরিচালক ওয়াকিল আহমেদের নেতৃত্বে পুলিশসহ ৬ সদস্যের একটি টিম এ অভিযানে অংশগ্রহণ করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, দুদক টিম সরেজমিন পরিদর্শনকালে ২০১১-১২ হতে ২০১৭-১৮ অর্থবছরে মেরামত সংক্রান্ত ব্যয়ের বাজেট, প্রকৃত খরচ এবং ক্রয় সংক্রান্ত তথ্য উপাত্ত খতিয়ে দেখে।

পরিবহন পুলের কমিশনার জানান, বর্তমানে বাজার দর যাচাইপূর্বক ফ্রেইমওয়ার্ক পদ্ধতিতে কম মূল্যে কেনা হচ্ছে। সারা দেশে সমস্ত গাড়ির মনিটরিংয়ের জন্য সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারি অর্থ অধিকতর সাশ্রয় করা সম্ভব।

--------------------------------------------------------
আরও পড়ুন : কারাগারে থাকা অপরাধীর ৪৩ শতাংশ মাদকের আসামি: স্বরাষ্ট্রমন্ত্রী
--------------------------------------------------------

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, কমিশনের অভিযোগকেন্দ্র হটলাইন (১০৬)- এ প্রাপ্ত অভিযোগের মাধ্যমে সরকারি দপ্তরসমূহে সুশাসন প্রতিষ্ঠায় দুদক এ জাতীয় অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন :

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের মধ্যেই যেসব জায়গায় বৃষ্টির আভাস
সেনা অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত
নতুন করে ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সকালের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
X
Fresh