• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

জামিনে মুক্তি পেলেন নব্য জেএমবির ‘নারী শাখার প্রধান’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০১৮, ১৯:৫৮

জামিনে মুক্তি পেলেন নব্য জেএমবির ‘নারী শাখার প্রধান’ হুমায়ারা ওরফে নাবিলা।

আজ(বুধবার) বিকাল সাড়ে ৫টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। পরে তার বাবা এমএ জাকির তাকে নিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার সুপার মোহাম্মদ শাজাহান এ তথ্য জানান।

শাজাহান বলেন, জামিনের কাগজপত্র আসায় নাবিলাকে মুক্তি দেয়া হয়েছে।

এর আগে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে মঙ্গলবার জামিন পান নাবিলা।

গেল বছরের ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বোমা হামলা চালিয়ে মন্ত্রী-এমপিসহ শতাধিক মানুষকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছিল পুলিশ।

নাবিলা ও তার স্বামী তানভীর ইয়াসিন করিম ওই ঘটনায় অর্থের জোগান দিয়েছিলেন বলে অভিযোগ পুলিশের।

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গত বছরের নভেম্বরে করিমকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গত ৫ এপ্রিল সিদ্ধেশ্বরী এলাকা থেকে নাবিলাকে গ্রেপ্তার করে পুলিশ। হোমায়ারা ওরফে নাবিলাকে সংগঠনে ‘ব্যাট ওমেন’ বলে ডাকা হত বলেও জানায় পুলিশ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিবের ‘তুফান’-এ মিমি-নাবিলা
বাগেরহাটে ৫ জেএমবি সদস্যের কারাদণ্ড
X
Fresh