• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সিটি নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবেন এমপিরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১৫:৪৭

সিটি করপোরেশনের নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তবে গাজীপুর সিটি নির্বাচনে এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না।

বললেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে কমিশন বৈঠকে সিটি নির্বাচনের আচরণ বিধির সংশোধনীতে এ প্রস্তাবনা করা হয়েছে।

বৈঠক শেষে কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যেহেতু গাজীপুর সিটি নির্বাচনের তফসিল হয়েছে, সেহেতু এমপিরা ওই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।

তিনি বলেন, সিটি নির্বাচনের আচরণ বিধিতে ১১টি সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে সিটি নির্বাচনে প্রতীকের প্রতীকৃতি হিসাবে কোন প্রতীক ব্যবহার করা যাবে না।

পোস্টার দেয়ালে সাটানোর পরিবর্তে টাঙ্গিয়ে রাখতে হবে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা রক্ষায় এক হচ্ছে দুই সিটি করপোরেশন
বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যা বললেন হিট অফিসার
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
X
Fresh