• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রমজানে সরকারি অফিসে ঘুষের লেনদেন ধরতে নামছে দুদক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৮, ১২:৩১

রমজানে বিভিন্ন সরকারি অফিসে ঘুষ ও দুর্নীতির গলায় খড়ক পরাতে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরো রমজানজুড়ে আকস্মিক এই অভিযান চালাবে সরকারের এ সংস্থা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে এ অভিযানের কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘুষ-দুর্নীতি প্রতিরোধ এবং মানুষের ঝামেলাবিহীন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই দুদক এ অভিযান পরিচালনা করবে। এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই দুদকের পক্ষ থেকে ঘুষ-বিরোধী দু’টি পৃথক টিম গঠন করা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, দুই সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিটি টিমের নেতৃত্বে রয়েছেন দুদকের সহকারি পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ মঙ্গলবার
--------------------------------------------------------

তবে মহাপরিচালক (ডিজি) পর্যায়ের একজন কর্মকর্তা টিমগুলোর সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন।

এ প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী জানান, কিছু সরকারি অফিস-আদালতে ঈদের আগে ঘুষের প্রবণতা বেড়ে যায়। এসব অনাচার বন্ধ করতে অফিসগুলোকে নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনে ট্র্যাপ কেসের মাধ্যমে ঘুষ আদান-প্রদান হাতেনাতে ধরা হবে।

অডিট অফিসে ঘুষ, বকশিস ছাড়াই বিলসমূহ যেন যথাসময়ে পাস হয়, তা নিশ্চিত করতেও এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বেনজীর ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়েছে দুদক
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
X
Fresh