• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বুধবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ অক্টোবর ২০১৬, ২২:৪৪

  • নারী-পুরুষ ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে গেলো বছরের মতোই দক্ষিণ এশিয়ায় নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’র প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন ২০১৬ বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিশ্ব নারী-পুরুষ সমতায় বাংলাদেশের অবস্থান ৭২ তম

  • জাতির পিতার নিজ হাতে গড়া ছাত্রলীগ তাঁরই আদর্শে চলবে। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান

  • মানুষের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করুন। চিকিৎসা শুধু পেশা নয়, মানুষকে সেবা দেয়া সবচেয়ে মহৎ কাজ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • শিশু হত্যা ও ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীদের সাজা নিশ্চিত করতে প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হবে। জানালেন আইনমন্ত্রী আনিসুল হক

  • জয় বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। তার ইচ্ছের বিরুদ্ধে দলে কোনো পদ দেয়া ঠিক হবে না। বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

  • জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত কোচিং সেন্টার, শিক্ষক ও কর্মচারিদের শনাক্ত করা হয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ নকলমুক্ত, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত সভা শেষে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

  • আওয়ামী লীগের জাতীয় সম্মেলন জনগণকে কিছু দিতে পারেনি। বললেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষমতা রাখে। বললেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

  • পেট্রোল পাম্প ও ট‌্যাংক লরি মালিকদের পর এবার সিএনজি ফিলিং স্টেশন মালিকরা ধর্মঘটের ডাক দিলেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাসুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ৩ দাবি পূরণ না হলে আসছে ৩০ অক্টোবর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট চলবে ঘোষণা দিয়েছেন তারা

  • হিলারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড টাম্প। এবার সমালোচনা করলেন হিলারির পররাষ্ট্রনীতি নিয়ে। ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে

এইচএম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh