• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জাতির পিতার আদর্শেই চলবে ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ অক্টোবর ২০১৬, ১৬:৪৪

জাতীর পিতার নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ। তার আদর্শেই চলবে সংগঠনটি। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়া নয়, জনগণের জন্য কাজ করতে হবে। এদেশের মাটিতে জঙ্গিদের স্থান নেই, কেউ যেন বিপথে না যায় সেটা ছাত্রলীগকেই দেখতে হবে। দেশে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা তৈরিতে কাজ করতে হবে।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরক্ষরতা ও দারিদ্র্য কমাতে কাজ করতে হবে ছাত্রলীগকে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে মরবে না, গৃহহীন হয়ে থাকবে না, আমরা তা বাস্তবায়ন করবো।

এসময় রাজনৈতিক স্বার্থে যারা মানুষ হত্যা করতে পারে, তারা যাতে ক্ষমতায় না আসে; সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যাদের জন্ম এদেশে নয়, তারা দেশকে ভালোবাসবে কি করে? এমন প্রশ্নও রাখেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh