• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা সংশোধন হবে: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৮, ১৮:২৮

ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা করে তা সংশোধন ও পরিমার্জন করা হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে আইনমন্ত্রীর কাছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)-এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুকসহ সাংবাদিক নেতারা সংগঠনের প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিভিন্ন ধারা সংশোধনে ১০টি পর্যবেক্ষণসহ একটি লিখিত প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটিতে এ বিষয়ে আলোচনা হতে পারে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। সংবিধানে যে বাক-স্বাধীনতার কথা বলা আছে, ফ্রিডম অব প্রেসের (সংবাদপত্রের স্বাধীনতা) কথা বলা আছে, আমরা তা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেখানে (আইনে) যদি কোনো সন্দেহ থাকে, সেটা দূর করার জন্য যে যে প্রচেষ্টা দরকার, আমরা সেই সেই প্রচেষ্টা নেব।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাকা-কাঠমান্ডু পরীক্ষামূলক বাস চলাচল শুরু
--------------------------------------------------------

তিনি বলেন, সংসদীয় কমিটিতে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করে যে আইনটা করতে পারব সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, কেউ ভীত হবে না। এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আলোচনার মাধ্যমে এই উদ্দেশ্য সাধিত হবে বলে আমার মনে হয়।

বিএফইউজের প্রস্তাবের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় যৌক্তিক। তার কারণ হচ্ছে- এডিটরস কাউন্সিলের প্রতিনিধিরা যে বক্তব্য তুলে ধরেছিলেন তার সঙ্গে এটার অনেক মিল আছে। ওইখানেও আমি বলেছি যৌক্তিক।

মনজুরুল আহসান বুলবুল সাংবাদিকদের বলেন, আমরা একটা লিখিত মতামত আইনমন্ত্রীকে দিয়েছি। বিভিন্ন ধারা সম্পর্কে আমাদের ১০টি পর্যবেক্ষণ এবং একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। স্পিকারের কাছে একই প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি। তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলতে বললেন। আমরা আইনমন্ত্রীর সঙ্গে কথা বললাম।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শ্রমিক অধিকার লঙ্ঘনের শাস্তি বাড়ছে’
‘আইনগত সহায়তা পাওয়া দরিদ্র নাগরিকের অধিকার’
দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ.লীগ : আইনমন্ত্রী 
বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে : আইনমন্ত্রী
X
Fresh