• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

পুলিশ এখন জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ এপ্রিল ২০১৮, ১৩:৫০

বাংলাদেশ পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিণত হয়েছে। যার প্রমাণ আজ রমনা পার্কের পুলিশের আয়োজিত সংগীত অনুষ্ঠান।

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংগীত আয়োজনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ সারা বাংলাদেশের মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে বর্ষ বরণের অনুষ্ঠান পালন করছে। আজ এখানে মানুষের ঢল নেমেছে। আপনাদের নাচ, গান ও আড্ডায় মাতিয়ে তুলবে পুলিশের এ সংগীত আয়োজন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাঙালি বাধা মানে না, ভাঙতে জানে: শেখ হাসিনা
--------------------------------------------------------

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের আইজিপি ড. জাভেদ পাটোয়ারি। তিনি বলেন, আজ এখানে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানে আসা সকলকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রােপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামন মিয়া বলেন, আমরা মাদক ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অনুষ্ঠান সংগীত ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে জেমস, সালমা লুইপা, ঐশী এবং পুলিশের সাংস্কৃতিক দলের সদস্যরা গান পরিবেশন করবেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘মাদক বিস্তারে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি’
দ্রুত শেষ হবে পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি নেতাকর্মীদের মুক্তির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
‘গত বছর এক লাখ ২০ হাজার মাদক কারবারিকে গ্রেপ্তার’
X
Fresh