• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বিচারপতি নিয়োগে আইনের খসড়া প্রস্তুত: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৮, ১৮:১২

হাইকোর্টে বিচারপতি নিয়োগে আইনের খসড়া প্রস্তুত হয়ে গেছে এবং শিগগিরই তা মন্ত্রিপরিষদে উপস্থাপন করে হবে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত ‘নতুন আইনজীবীদের সনদ প্রদান’ অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, আইনজীবীরা রিটায়ার্ড বেনিফিট পান না। তাই তাদের বেনাভোলেন্ড ফান্ডকে আরও সমৃদ্ধ করতে ৪০ কোটি টাকা প্রদান করা হবে। বার কাউন্সিলের জন্য ১৫তলা ভবন নির্মাণের কার্যক্রম চলছে। এটিও একনেকে পাস হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : আস্থা রাখুন, খালেদা জিয়া সুচিকিৎসা পাবেন: নাসিম
--------------------------------------------------------

নতুন আইনজীবীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আইন পেশা একটি গুরুত্বপূর্ণ পেশা। এখানে নিয়মিত অধ্যয়ন এবং সিনিয়রের সঙ্গে থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তবেই একজন আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, নিরলস শ্রম, সততা ও পেশার প্রতি আন্তরিকতা দিয়ে কাজ করলে তবেই সফলতা পাওয়া যায়। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম।

এসময় আরও উপস্থিত ছিলেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচারপতি মো. নুরুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, বার কাউন্সিলের সদস্য ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে হাইকোর্টের নির্দেশে ক্ষুব্ধ মন্ত্রী, যাবেন আপিলে
স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
ফুটপাত বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
খেয়াল-খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের
X
Fresh