• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৬, ১৭:৫৮

দেশের মানুষের জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। জানালেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশে উন্নয়ন একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ উন্নয়নের সুফল পায়। বিএনপি যখন ক্ষমতায় আসে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে।

তিনি বলেন, ২০০৮ সালে বিএনপি ক্ষমতায় এসে একাত্তরের ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে যুদ্ধাপরাধী রাজাকারদেরকে মন্ত্রী বানায়, তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দেয়।

তিনি বলেন, জিয়া মুনাফিকি করে দেশের ক্ষমতা গ্রহণ করেন। কিন্তু বারবার প্রমাণিত হয়েছে মুনাফিকি-বেইমানি করে কেউ ক্ষমতায় ঠিকে থাকতে পারে না।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh