• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বিমান দুর্ঘটনায় আহত কবির সিঙ্গাপুরে

আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০১৮, ১৫:৫৯

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

রোববার রাত পৌনে ১টার দিকে ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্ট থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। সেখান থেকে ইউএস বাংলার তত্ত্বাবধানে তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার নাসির উদ্দিন জানিয়েছিলেন, ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের উদ্যোগে কবিরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। সিঙ্গাপুরে পৌঁছানো পর্যন্ত তার চিকিৎসার ব্যবস্থাপনা ঢামেক হাসপাতালের পক্ষ থেকেই করা হবে।

নেপালের বিমান দুর্ঘটনায় কবির হোসেন ফুসফুস ও লিভারে আঘাত পাওয়ায় সেগুলোর কার্যক্ষমতা কিছুটা কমে গেছে। এছাড়া ফ্র্যাকচার রয়েছে। ঢামেক হাসপাতালে আনার আগে তার নিউমোনিয়া ও জন্ডিসের সমস্যা ছিল, তবে সেগুলো এখন নিয়ন্ত্রণে।

গত ১২ মার্চ ইউএস বাংলার ২১১ ফ্লাইটটি নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হলে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান দুর্ঘটনায় ২ মেয়েসহ অভিনেতার মৃত্যু
দুই মেয়েসহ জনপ্রিয় হলিউড অভিনেতার করুণ মৃত্যু
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫
X
Fresh