• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মানহানি-রাষ্ট্রদ্রোহিতার মামলায় জামিন পেলেন মাহমুদুর রহমান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৮, ১৯:৩৮

মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার সকালে মাহমুদুর রহমান তার আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টুসহ আদালতে হাজির হলে বিচারক আনিছুর রহমান ১০ হাজার টাকা বেলবন্ডে তার জামিন মঞ্জুর করেন।

মজিবুর রহমান নান্টু বলেন, এই মামলা হতে পারে না। কারণ যার মানহানি হয়েছে, তিনি ছাড়া অন্য কেউ এই ধরনের মামলা দায়ের করতে পারেন না।

--------------------------------------------------------
আরও পড়ুন: আলিফ-নজরুল-পিয়াসের মরদেহ ঢাকায়
--------------------------------------------------------

তিনি বলেন, বরিশাল আদালতে মামলা দায়েরের পর মাহমুদুর রহমান উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। এবার বরিশাল আদালতে স্থায়ী জামিন পেলেন তিনি।

মামলার বাদী অ্যাডভোকেট কাইয়ূম খান কায়সার জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল(বিডিসি) আয়োজিত এক আলোচনা সভায় মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকে ‘একটি কলঙ্কিত নাম’ বলে উল্লেখ এবং বিকৃতভাবে উচ্চারণ করেন।

তিনি জানান, মাহমুদুর রহমান জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইনকে বিকৃতভাবে উপস্থাপন করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।

১৭ ডিসেম্বর ফৌজদারি আইনের ৪৯৯/৫০০/ও ৫০১ ধারায় মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি দায়ের করেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণের শর্তে উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন মাহমুদুর রহমান।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার : মান্না
‘পুলিশ চুপ থাকলে আ.লীগ ঘর থেকেও বের হতে পারবে না’
‘আ.লীগ সরকার লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে’
‘বিচ্ছেদের’ পর আবারও ফারহান-তিশার দেখা, অতঃপর...
X
Fresh