• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নেপালে নিহত বাকি তিনজনের মরদেহ শনাক্ত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ মার্চ ২০১৮, ১৯:৫৬

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, আলিফুজ্জামান আলিফ ও পিয়াস রায়ের মরদেহ শনাক্ত করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ ১৯ মার্চ সোমবার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়।এই তিনজনের মরদেহ শনাক্ত না হওয়ায় সেদিন তাদের মরদেহ বুঝিয়ে দেয়া সম্ভব হয়নি।

নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর অ্যান্ড হেড অব চ্যান্সারি মোহাম্মদ আল আলামুল ইমাম বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনজনেরই মরদেহ শনাক্ত হয়েছে। এরইমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী শুক্রবারের মধ্যে তিনজনের মরদেহ দেশে পাঠানো সম্ভব হবে।

গত ১২ মার্চ ফ্লাইট বিএস-২১১ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি এবং এক চীনা নিহত হন। এছাড়া মালদ্বীপের এক নাগরিকসহ মোট আহত হন ২২ জন।

নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের মরদেহ গত ১৯ মার্চ ঢাকায় আনা হয়। এরপর আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা
ফুটওভারব্রিজে আটকে যায় উড়োজাহাজ, সরানো হলো লেজ খুলে
X
Fresh