• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিশুপার্ক থেকে সরানো হচ্ছে জিয়ার নাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০১৮, ১৩:০৯

রাজধানীর শাহবাগে অবস্থিত ‘শহীদ জিয়া শিশুপার্ক’ এর নাম পরিবর্তন করে নতুন নাম ‘শিশু পার্ক’ রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরাতন নামফলক সরিয়ে ফেলা হবে। জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

বুধবার সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, শিশু পার্কের নাম আমরা পরিবর্তন করেছি। অনেকে হয়তো এটা জানেন না। ব্যাপকভাবে প্রচারের জন্য আমরা নতুনভাবে (শিশু পার্ক) যখন করব সেটির (নতুন নামের) প্রতিফলন হবে।

তিনি বলেন, আগামী সপ্তাহে শিশু পার্কের গেটটি ভেঙে ফেলা হবে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থান নির্ধারণ এবং ইন্দিরা মঞ্চ নামে একটি ম্যুরাল নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, শাহবাগে অবস্থিত পুরানো জরাজীর্ণ এই শিশু পার্কটি নতুন করে নির্মাণ করা হবে। শিশুদের জন্য অত্যাধুনিক রাইড বসানো হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: শাহজালালে ২৪ স্বর্ণের বারসহ আটক ২
--------------------------------------------------------

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাচাই স্থগিত আছে। নতুন করে মুক্তিযোদ্ধাদের দিয়ে কমিটি গঠন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করবে সরকার।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের কোনো চিন্তা ভাবনা নেই।

আরও পড়ুন:

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলাপ হয়নি : মির্জা ফখরুল
যেভাবে কাটছে খালেদা জিয়ার ঈদ
জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙায় ফখরুলের প্রতিবাদ
X
Fresh