• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

ক্যাপ্টেন আবিদের স্ত্রী হাসপাতালে, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৮, ১৬:২৭

ইউএস-বাংলার বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আফসানা বেগমকে রোববার সকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে আফসানা খানমের ব্রেন স্ট্রোক হলে তাকে হাসপাতালে আনা হয়। অধ্যাপক ডা. বদরুল আলমের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তির পরপরই একটি মেডিকেল বোর্ড করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার অস্ত্রোপচার হয়। তিনি এখন আইসিইউতে রয়েছেন।

গত ১২ মার্চ নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাইলট আবিদ সুলতান গুরুতর আহত হন। তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ তিনি মারা যান।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্মিদশার ৩১ দিনের লোমহর্ষক বর্ণনা দিলেন জাহাজের ক্যাপ্টেন
জিম্মি জাহাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন ক্যাপ্টেন
ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতায় বাঁচল বিমানের ২৯৭ যাত্রীর প্রাণ
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুস সোবহান
X
Fresh