• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জ্যামে লাল ঢাকা!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৮, ১২:৪৯

কয়েক ঘণ্টা পর ঐতিহাসিক ৭ মার্চের জনসভা। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশাল এই জনসভায় অংশ নিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে অাসছেন নেতাকর্মীরা।

এছাড়া বাস, পিকআপ, মোটরসাইকেল করে সমাবেশস্থলে অাসছেন তারা। পায়ে হেটেও জনসভায় যোগ দিচ্ছেন অনেকে।

ফলে রাজধানীবাসী পড়েছে প্রচণ্ড জ্যামে। গুগলের ট্র্যাফিক অ্যাপসে লাল বর্ণে রাখা হয়েছে রাজধানীর বেশিরভাগ রাস্তা। প্রধান সড়কগুলো বেশিরভাগই মন্থর।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কেউই প্রকাশ্য মন্তব্য করতে রাজি হননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপি ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আরটিভি অনলাইনকে বলেন, যেহেতু এটা সরকারি কর্মসূচি না। একটি রাজনৈতিক দলের কর্মসূচি। তাই এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

গত বছরের নভেম্বরে চালু করা হয়েছে গুগোলের এই ম্যাপ।

সবুজ, হলুদ, লাল, কালচে লাল চার সংকেতে মাধ্যমে এ তথ্য দিচ্ছে বিশ্বের সেরা সার্চ ইঞ্জিনটি।

সবুজের অর্থ রাস্তা স্বাভাবিক, হলুদ মানে কিছু গাড়ি আছে, কমলার মানে হালকা জ্যাম ও লাল মানে রাস্তায় মন্থর হয়ে দাঁড়িয়ে আছে গাড়ি।

জনসভা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কোনো বিশেষ নির্দেশনা ছিল না।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
‘নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী’
X
Fresh