• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

রায়ের কপি পাওয়া গেছে, জামিন আবেদন মঙ্গলবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রকাশ করেছেন আদালত। রায়ের সত্যায়িত ১১৭৪ পৃষ্ঠার কপি বেগম জিয়ার আইনজীবীদের কাছে প্রদান করেছেন আদালত। সোমবার বিকেলে রায়ের কপি দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি আরটিভি অনলাইনকে জানিয়ে বলেন, সার্টিফায়েড কপি হাতে পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) হাইকোর্টে জামিন আবেদন করা হবে।

এর আগে রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেতে বিচারক মো. আখতারুজ্জামানের কাছে পিটিশন দায়ের করেন আইনজীবীরা। পরে রায়ের কপি সোমবার দেয়া হবে বলে বকশীবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এক আদেশে এ কথা জানান।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মশ্রী পাওয়ার পর দেশে সংবর্ধনা, আপ্লুত বন্যা
মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি
মঙ্গলবার থেকে প্রাথমিকে পাঠদান চলবে
বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার ২০ উপায়
X
Fresh