• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০০

৪ ফেব্রুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ঢাকা আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট। এটি হবে সুইজারল্যান্ডের কোন প্রেসিডেন্টর প্রথম বাংলাদেশ সফর।

ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা ও দুইদেশের মাঝে নিবিড় দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এ সফরে আসছেন।

সফরকালে প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সুইস প্রেসিডেন্টর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা হবে এ সফরের মুখ্য বিষয়।

বার্সেট মঙ্গলবার কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সেখানে স্থানীয় একটি হাসপাতালের কার্যক্রম প্রত্যক্ষ করবেন।

বাংলাদেশে অবস্থানকালে সুইস প্রেসিডেন্ট সুশীল সমাজের সদস্য, বাংলাদেশে কর্মরত সুইস ব্যবসায়ীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং সুইস আর্ট কাউন্সিল প্রো হেলভেশিয়ার সহযোগিতায় হওয়া ঢাকা আর্ট সামিট পরিদর্শন করবেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

২০১০ সালের পর দু’দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৫৫৫ প্রাণ
ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৪৪ প্রাণ
রেকর্ড উষ্ণতম ফেব্রুয়ারি দেখল বিশ্ব
ফেব্রুয়ারিতে কমেছে মূল্যস্ফীতি
X
Fresh