• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

আইভীর শারীরিক অবস্থার তথ্য জানা যাবে রাত আটটায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০১৮, ১৬:৪৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর অসুস্থতার সবশেষ অবস্থা আজ শনিবার (২০ জানুয়ারি) রাত ৮ টায় জানানো হবে।

রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন আরটিভি অনলাইনকে বলেন, শনিবার সকালে সেলিনা হায়াৎ আইভীর সিটিস্ক্যান ও এমআরআই করানো হয়েছে।

সেটা নিয়ে বিকেলে বসবে আইভীর চিকিৎসার জন্য গঠিত ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। এরপর রাত ৮ টায় বিস্তারিত জানানো হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘বিএনপির জনপ্রিয়তা বাড়ছে, মাঠে নামলে চিত্র বদলে যাবে’
--------------------------------------------------------

তিনি আরো জানান, শনিবার দুপুরে মেয়র আইভীকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ল্যাব এইড হাসপাতালে এসেছিলেন। এর আগে শুক্রবার গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে শুক্রবার রাতে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেন চক্রবর্তী জানিয়েছিলেন, সিটি স্ক্যান রিপোর্টের মাধ্যমে মস্তিষ্কে রক্তরক্ষণ কমেছে নাকি বেড়েছে তা নির্ণয় করা হবে। এ রিপোর্টে প্রাপ্ত ফলাফলের ওপরই আইভিকে পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

আইভীর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডে আছেন- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. আশরাফ আলী (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. মাসুদ আনোয়ার (নিউরোসার্জন) ও অধ্যাপক ডা. আবুল জাহেদ (কার্ডিওলজিস্ট)।

গেলো বৃহস্পতিবার মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আইভীর মাইনর স্ট্রোক হয়েছে।

এ বিষয়ে চিকিৎসকরা এখন পর্যন্ত চিকিৎসকরা কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেননি।

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh