• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোগী আটকে টাকা আদায় অপরাধ, হচ্ছে আইন: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ২৩:০৭

রোগী আটকে রেখে টাকা আদায় করা অপরাধ। বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ হিসেবে বিরোধী দলের সদস্য নূর ই হাসনা লিলি চৌধুরীর নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন আতিকুল
--------------------------------------------------------

মো. নাসিম বলেন, অনেক বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে রোগীকে আটকে রেখে লাখ লাখ টাকা আদায় ও নানা ধরনের হয়রানি করার ঘটনা ঘটছে। এছাড়া মুমূর্ষু রোগীকে আটকে রেখে টাকা আদায় করার ঘটনা ঘটছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এমনও প্রমাণ আছে যে রোগী মারা গেছে কিন্তু রোগী লাইফ সাপোর্টে আছে বলে টাকা আদায় করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হয়। অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালায়। তাদের বোঝা উচিত যে মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ সেখানে রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।

আরও পড়ুন:

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বয়স্ক-শিশুদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh