• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ঘন কুয়াশায় শাহজালালে প্লেন ওঠা-নামা বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৮, ১০:৩৯

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার রাত ১টা থেকে প্লেন ওঠা-নামা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে একাধিক ফ্লাইট বিমানবন্দরটিতে অবতরণ ও উড্ডয়নে ব্যর্থ হয়। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার, ইনসপেক্টর (এপিবিএন) আব্দুল গনি বলেন, কুয়াশার কারণে রাত ১টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশা কমলে প্লেন চলাচল আবারও স্বাভাবিক হবে।

এদিকে সকাল ৭টা ৫০মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে মোট ১২টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবার কথা রয়েছে।

শাহজালালের ফ্লাইট অপারেশন শাখার কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটে শিডিউল মতো ফ্লাইট যেতে পারছে না। সকাল ৭টা ৫০ মিনিট থেকে ফ্লাইট চলাচল শুরুর কথা থাকলেও কোনো ফ্লাইট উড্ডয়ন করেনি। কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইটের যাত্রা রি-সিডিউল হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশাখের সকালে ময়মনসিংহে ঘন কুয়াশা
বিলাসবহুল গাড়ি আর প্লেনেও ব্যবহার হয় বাংলাদেশের পাট
শীতে কাঁপছে গাইবান্ধা
ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে ৪ ফ্লাইট চট্টগ্রামে
X
Fresh