• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বাসের খবর জানাতে চালু হলো ‘কত দূর’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৪১

রাজধানীতে যাত্রীদের সেবায় চালু হলো নতুন অ্যাপ ‘কত দূর’।

আজ শনিবার সকালে গাবতলীতে এই অ্যাপ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ অ্যাপের মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট স্টপেজ বা তার কাছাকাছি যাত্রীবাহী বাসের অবস্থান জানতে পারবেন। একইসঙ্গে তিনি এখন নির্দিষ্ট রুটের কোথায় অবস্থান করছেন তাও জানতে পারবেন।

গুগলের প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল দিয়ে ব্যবহার করা যাবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় যাত্রীদের ভোগান্তি কমাতে এই ডিজিটাল অ্যাপ চালু করা হয়েছে।

এসময় মন্ত্রী গাবতলীতে বিআরটিসি বাস ডিপোরও উদ্বোধন করেন।

সেতুমন্ত্রী বলেন, নতুন চেয়ারম্যান আসার পর থেকে বিআরটিসিতে শৃংখলা ফিরে আসতে শুরু করেছে। আমার বিশ্বাস, আমার সচিবও একজন সৎপথের মানুষ, নতুন চেয়ারম্যানও তাই। আশা করি, এদের নেতৃত্বে বিআরটিসির আরো উন্নতি ঘটবে।

তিনি বলেন, ৬০০ বাস আমদানির প্রক্রিয়া চলছে, শিগগির দরপত্র আহ্বান করা হবে। নতুন বাস আমদানি হলে বিআরটিসি আরো সমৃদ্ধ হবে।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির দুর্নীতি, অনিয়ম, যাত্রী হয়রানি রাতারাতি বন্ধ করা যাবে না। পর্যায়ক্রমে এটি বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি, বিআরটিসি তাদের এসব অভিযোগ থেকে মুক্তি পাবে।

এমসি/এসআর

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ, আহত ১৫
ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ
স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বিশাল নিয়োগ, এইচএসসি পাসেও আবেদন 
‘একজন খেলোয়াড় তৈরি করব, দেশবাসী গর্ব করবে’
X
Fresh