• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেয়র আনিসুল হকের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

অনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০১৭, ১১:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ও মহাসচিব মেয়র আনিসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শোকবার্তায় খালেদা জিয়া বলেন, একজন সজ্জন মানুষ হিসেবে মেয়র আনিসুল হকের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আনিসুল হক তার জীবদ্দশায় নানামুখী কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখে সবার কাছে নিজেকে ঘনিষ্ট করে তুলেছিলেন। সফল উদ্যোক্তা মরহুম আনিসুল হকের সুনাম ছিলো সর্বজনবিদিত।

খালেদা বলেন, একজন কর্মনিষ্ঠ এবং বিনয়ী মানুষ হিসেবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত। তিনি সমাজসেবার নানা কর্মকাণ্ডের মধ্যেও নিজেকে যুক্ত রেখেছিলেন। সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

যুক্তরাজ্যের একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডন স্থানীয় সময় ৪টা ২৩ মিনিট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার বাদ জুমা এ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকায় আনা হবে তাঁর মরদেহ। ওই দিন বাদ আছর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh