• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কৃষির বড় চ্যালেঞ্জ জলবায়ুর পরিবর্তন মোকাবিলা

অনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৩

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষির সামনে বড় চ্যালেঞ্জ। সেজন্য প্রতিকূল জলবায়ু সহনশীল শস্যের বিভিন্ন জাত উদ্ভাবন করতে হবে। কৃষি সহায়ক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার ৫ম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি সম্মেলন ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর খামাড়বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এর আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি বলেন, কৃষির ক্রমবর্ধমান উৎপাদন অব্যাহত রাখতে সরকার বিভিন্ন কর্মসূচির হাতে নিয়েছে। উন্নতজাতের বীজ উৎপাদন ও সরবরাহ, কৃষি উপকরণে প্রণোদনা ও সুষম সারের ব্যবহার নিশ্চিত করেছে। কৃষকের ব্যাংক অ‌্যাকাউন্ট খোলা ও সহজ শর্তে কৃষি ঋণ সরবরাহ করছে।

তিনি বলেন, সরকারের অন্যতম লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা।

রাষ্ট্রপতি বলেন, কৃষকরা যাতে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে চলতে পারে সেজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে হবে।

কৃষিবিদ ও সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



জেকেএইচ / এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh