• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হান্নান শাহ’র মরদেহ দেশে আনা হয়েছে

অনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৮

বিএনপি নেতা আ স ম হান্নান শাহ’র মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে।

বুধবার সন্ধ্যায় বিজি ০৮৫ ফ্লাইটে শাহজালাল বিমান বন্দরে তার মরদেহ আসে। অনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ নিয়ে তার মহাখালীস্থ বাসভবনে নিয়ে আসা হয়।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কয়েকশ’ নেতা-কর্মী।

এর আগে বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে হান্নান শাহ’র মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও হান্নান শাহ’র ছোট ছেলে রিয়াদুল করিম।

বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে অনুষ্ঠিত হবে হান্নান শাহ’র দ্বিতীয় জানাজা। সকাল সাড়ে ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা। বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চতুর্থ জানাজা হবে।

শুক্রবার সকালে গাজীপুরে নেয়া হবে। সেখানে সকাল ১০টায় স্থানীয় রাজবাড়ি কলেজ মাঠে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে কাপাসিয়ার নিজ গ্রামে। সেখানে ষষ্ঠ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh