• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৮

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৫-১৬ অর্থবছরে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭। এ বছর ১০৬ তম অবস্থানে।

বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

এতে বলা হয়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো খাতে উন্নতি হওয়ায় সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়েছে। তবে সামষ্টিক অর্থনীতিতে এখনো পিছিয়ে রয়েছে।

সিপিডি জানায়, বাংলাদেশের চেয়ে ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া দ্রুত এগুচ্ছে।

সিপিডি মনে করে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে আরো সক্ষমতা বাড়াতে হবে।

এ প্রতিবেদন তৈরিতে ৭৯টি মাঝারি এবং বড় ব্যবসা প্রতিষ্ঠানের মতামত নেয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh