• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে : রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৭, ১৪:২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাবার পথে তার গাড়িবহরে হামলার পরিকল্পনা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে।ফেনী আওয়ামী লীগ নেতাদের দেয়া তথ্যে সেটি স্পষ্ট হয়ে গেছে।থলের বিড়ালকে বেশিদিন আটকিয়ে রাখা যায় না। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সত্যকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা কখনোই সফল হয় না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ফেনী জেলা আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। এখন তারা বলেছেন কক্সবাজার যাবার পথে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয় তার নেপথ্যে ছিল ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। অথচ মিথ্যা মামলা দেয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে।

রিজভী বলেন, সম্প্রতি গণমাধ্যম ও মানুষের বাক স্বাধীনতাকে সম্পূর্ণরূপে হরণ করতে সম্প্রচার আইন করতে যাচ্ছে সরকার। মূলত এই আইনের শিরোনামকে যতই ইতিবাচক হিসেবে তুলে ধরা হোক না কেন এটি যে বিরোধী দল ও বহু মত বিশ্বাস স্বাধীন চিন্তার উপর কুঠারাঘাত করার জন্যই আইন পাস করতে তোড়জোড় শুরু করেছে সরকার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh