• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘পরাজয়ের ভয়ে উদ্ভট কথা বলছে বিএনপি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৮

পরাজয়ের ভয়ে নির্বাচন কমিশন নিয়ে উদ্ভট কথা বলছে বিএনপি। রাষ্ট্রপতির ক্ষমতা অনুযায়ী সংবিধানসম্মত কমিশন গঠন করা হবে। বললেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সংবর্ধনার প্রস্তুতি নিয়ে মিরপুরে মহানগর উত্তর আওয়ামী লীগ’র বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে ত্রিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন।

হানিফ বলেন, ভুল সিদ্বান্তের কারণে বিএনপি রাজনীতিতে ব্যর্থ হয়েছে। এর দায়ভার বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে।

শেখ হাসিনা দুই মাসে জঙ্গি দমন করে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছেন, কীভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করতে হয়। তিনি একক প্রচেষ্টায় দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

হানিফ আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা খাদ্য ঘাটতির দেশকে চাল রপ্তানির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শ্রীলঙ্কায় চাল রপ্তানি করা হয়েছে। দেশকে এগিয়ে নেয়ার এ সম্মান প্রধানমন্ত্রীর পাশাপাশি ১৬ কোটি মানুষের।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh