• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘বিএনপিকে মিছিল মিটিংয়ে বাধা দেয়া হচ্ছে না’

রাজশাহী প্রতিনিধি

  ০৮ নভেম্বর ২০১৭, ২২:৪৪

বিএনপিকে মিছিল মিটিংয়ে কোনো প্রকার বাধা দেয়া হচ্ছে না। আমরা তাদের কোনভাবেই বাধা দেই না। মিছিল মিটিং বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকি। কারণ এই বিষয়গুলোর সাথে জনদুর্ভোগ ও নিরাপত্তার বিষয় জড়িত। বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ (বুধবার) সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

পুলিশের আইজিপি আরো বলেন, দেশে নতুন করে জঙ্গি হামলার যে পরিকল্পনার তথ্য অস্ট্রেলিয়া দিয়েছে তা ভিত্তিহীন। তাদের দূতাবাসে আমরা যোগাযোগ করেছি। ঢাকায় অস্ট্রেলিয় নাগরিকদের অন্যান্যদের মতো দিব্বি চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাছাড়া এ বিষয়ে আমাদের কাছে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে কোনো বার্তা প্রেরণ করা হয় নাই। এ পর্যন্ত দেশের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের এর কোনো ভিত্তি পাওয়া পায়নি।

বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিস্তারের প্রসঙ্গে তিনি বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, দেশের যেখানেই বা যে অঙ্গনেই মাদকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাবে আমারা সাথে সাথে কার্যকর পদক্ষেপ নেবো।

মাদক বিষয়ে বাংলাদেশ পুলিশের ভূমিকা জিরো টলারেন্স বলে হুশিয়ার করেন তিনি।

ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজের বিষয়ে আইজিপি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনো বলার মতো কোনো তথ্য নেই।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে সাবেক আইজিপির ফেসবুকে পোস্ট
অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ : আইজিপি
X
Fresh