• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গভীর সমুদ্রে তেল খালাসে চীনের অর্থায়ন, রোববার চুক্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৭, ২২:২৯

আমদানিকৃত জ্বালানি তেল জাহাজ থেকে গভীর সমুদ্রে খালাস করবে বাংলাদেশ। এজন্য গভীর সমুদ্রে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং(এসপিএম)’ শীর্ষক প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা, যার বেশিরভাগ অর্থায়ন করছে চীন।

আগামীকাল রোববার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে এই চুক্তি হবে।

চীনের দেয়া ৫৫ কোটি ৪০ লাখ ডলারের মধ্যে ৮ কোটি ২৫ লাখ ডলার দেবে নমনীয় সুদে। বাকি ৪৬ কোটি ৭৮ লাখ ডলার পাওয়া যাবে সরবরাহ ঋণ (বায়ার্স ক্রেডিট) হিসেবে। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ওই ঋণের টাকা চীনকে বাংলাদেশ সরকারের ফেরত দিতে হবে।

নতুন সিঙ্গেল মুরিং হলে ৪৮ ঘণ্টায় এক লাখ ২০ হাজার মেট্রিক টন অপরিশোধিত এবং ২৮ ঘণ্টায় ৭০ হাজার মেট্রিক টন ডিজেল খালাস করা যাবে। যা বার্ষিক খালাসের পরিমাণ দাঁড়াবে ৯০ লাখ মেট্রিক টন।

২০১৬ সালে অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঢাকা সফরে ২৪ বিলিয়ন ডলারে ২৭টি প্রকল্প বাস্তবায়নের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল এ প্রকল্প তারই একটি।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
জ্বালানি তেলের দামে দুঃসংবাদ
বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম
বাস ভাড়া কমানোর দাবি
X
Fresh