• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৩

মধ্যবর্তী নির্বাচনের নামে রসিকতা করে লাভ নেই। দেশের মানুষ কোনো দাবি তোলেনি। সুতরাং মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। বললেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

শুক্রবার দুপুরে বান্দরবান সার্কিট হাউস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে নির্বাচিত সংসদ চলমান আছে। আওয়ামী লীগ এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে আছে। আগাম বা মধ্যবর্তী নির্বাচন দেয়ার কোনো বাধ্যবাধকতা নেই। জনগণের পক্ষ থেকেও কোনো চাপ নেই।

তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন হওয়া প্রয়োজন। জনগণ তা অনুভব করে না। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কোথাও একটি মিছিলও দেখিনি। সংবিধান অনুযায়ীই পরবর্তী নির্বাচন হবে।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh