• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গলবার থেকে রোহিঙ্গাদের কলেরার টিকা দেবে সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৭, ১৭:১৮

কলেরা প্রতিরোধে রোহিঙ্গাসহ কক্সবাজারের স্থানীয় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের টিকা দেবে সরকার। প্রথম রাউন্ডে টিকা দেয়ার কার্যক্রম মঙ্গলবার শুরু হবে।

সোমবার সচিবালয়ে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত মিয়ানমার নাগরিকদের কলেরা ঝুঁকি প্রতিরোধে ভ্যাকসিন দিতে বিশেষ টিকাদান কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রথম রাউন্ডে ১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এক বছরের বেশি সবাইকে অর্থাৎ প্রায় সাড়ে ৬ লাখ জনকে কলেরার টিকা দেয়া হবে।

দ্বিতীয় রাউন্ডে ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে জানিয়ে নাসিম বলেন, এক বছর থেকে ৫ বছর বয়সী সব শিশুকে অর্থাৎ আড়াই লাখ শিশুকে প্রথম ডোজ দেয়া হবে।

প্রথম ডোজ দেওয়ার ২ সপ্তাহ পর থেকে দ্বিতীয় ডোজ দেয়া হবে।

গেলো ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি সীমান্ত চৌকিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় রোহিঙ্গা দমন অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী।

এরপর থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে প্রায় ৫ লাখ রোহিঙ্গা।

জাতিসংঘ একে বড় ধরনের মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh