• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ে যাত্রা করেছে হেফাজতে ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৪

রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গুলশানে মিয়ানমার দূতাবাসের দিকে যাচ্ছেন তারা।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সমাবেশ শেষে তারা যাত্রা করেন।

পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল দশটায় সারাদেশ থেকে আসা হাজার হাজার হেফাজত কর্মী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নেন।

বেলা ১১টার দিকে বক্তব্য দেয়া শুরু করেন হেফাজতে ইসলামের নেতারা। এ কর্মসূচিতে সভাপতিত্ব করছেন মাওলানা নুর হোসেন কাসেমি।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আরাকান রাজ্যে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে আজ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

হেফাজতে নেতারা প্রধানমন্ত্রী উদ্দেশ্যে বলেন, আর কোনো রোহিঙ্গার জীবন হুমকির মুখে পড়তে দেয়া হবে না। অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা আরাকানে যুদ্ধ করতে প্রস্তুত। অস্ত্র দিন নইলে কূটনীতিক পদ্ধতিতে মিয়ানমারকে নির্যাতন বন্ধে বাধ্য করুন।

সভাশেষে মিয়ানমার দূতাবাস অভিমুখে তারা রওনা দেবেন বলে জানা গেছে। দূতাবাস ঘেরাও ছাড়াও জাতিসংঘ বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী, হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমীর হযরত মাওলানা মাহবুবুল হক, সহ-সভাপতি আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা সাহিদিসহ অনেকে।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh