• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘ধরা পড়‌লে রেহাই নেই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৪

যেসব পরিবহন যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া নেবে তাদের বিরু‌দ্ধে ক‌ঠিন ব্যবস্থা নেয় হবে। বিআর‌টিএর নির্ধা‌রিত ভাড়ার চেয়ে অ‌তি‌রিক্ত ভাড়া নি‌তে পারবে না কেউ। জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না তা বলা যাবে না। সামনের ও আড়ালের চিত্র ভিন্ন। তবে ধরা পড়‌লে রেহাই নেই।

শুক্রবার বিকেলে সায়েদাবাদ বাস টা‌র্মিনালে ঘরমুখো মানুষের খোঁজ নিতে এসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

মন্ত্রী দূরপাল্লার বাসগুলোতে উঠে খোঁজ-খবর নেন এবং যাত্রীদের অভিযোগ শুনেন।

কক্সবাজারগামী আনন্দ প‌রিবহ‌নে অ‌তি‌রিক্ত ভাড়া নেয়ার অ‌ভি‌যোগ করেন যাত্রীরা। সত্যতা পেয়ে মন্ত্রী আনন্দ প‌রিবহ‌নের রুট পার‌মিট বা‌তিল করে দেন।

এ সময় মন্ত্রী বাস কাউন্টার গু‌লোকে সতর্ক করে বলেন, য‌দি অ‌তি‌রিক্ত ভাড়া নেয়ার অ‌ভি‌যোগ আসে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh